বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

বাগেরহাটের এইচএসসি পরিক্ষার্থীদের মানববন্ধন 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের এইচএসসি পরিক্ষার্থীদের মানববন্ধন 

বিকল্প পদ্ধতিতে বিশেষ  বিবেচনায় ফলাফলের ঘোষণার দাবিতে বাগেরহাটে এইচএসসি পরিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার (১৭ আগস্ট) শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ২০২৪ ব্যাচের পরিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা জানান, আন্দোলন চলাকালীন বহু পরিক্ষার্থী আহত হয়েছেন। কেউ কেউ নিহতও হয়েছেন। আহত অনেক শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন রয়েছে। এ অবস্থায় আমাদের মানসিক অবস্থা ভালো নেই। আগে পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ায় এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। 

এখন মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেয়ার কথা ছিল। কিন্তু এখনও আমাদের পরীক্ষা নিয়ে চিন্তা করতে হয়। এ অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে বাকি পরীক্ষাগুলো বিশেষ বিবেচনায় এনে ফলাফল প্রকাশের দাবি জানান মানববন্ধনকারীরা।

বাগেরহাট সরকারি মহিলা কলেজের এইসএসসি পরিক্ষার্থী তামান্না আক্তার বলেন, অনেকে আন্দোলনকারী পরীক্ষার্থী অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

তারা এখন পরীক্ষার হলে বসার মতো পরিস্থিতিতে নাই। তাদের কিভাবে রেজাল্ট দেয়া হবে? আমাদেরও মনমানসিকতা ভালো নাই পড়াশোনা মনোনিবেশ করতে পারছি না। এখন বিকল্প ফলাফল দিয়ে আমাদের স্নাতক পর্যায়ে যাওয়ার সুযোগ করে দেয়ার দাবি জানাই। 

রুটিন অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পরীক্ষার খবরে আন্দোলন শুরু করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

টিএইচ